সুনামগঞ্জে শিক্ষকের মৃত্যুতে সভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৭:০১:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষক রাজিব চৌধুরীর মৃত্যুতে শোকসভা করেছে সুনামগঞ্জ পিটিআই। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পিটিআই স্মার্ট রুমে শোকসভায় সভাপতিত্ব করেন পিটিআই সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত।
ইন্সট্রাক্টর (সাধারণ) হাসান মামুন’র সঞ্চালনায় শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহ বেলাল আহমেদ এবং গীতা পাঠ করেন দিপ্তী রায়। শোক প্রস্তাব করেন বিশ্বজিৎ দাশ। স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন মনিকা দাশ, রাজিব দাশ, বিপ্লব পীর, শিব্বির আহমেদ, চন্দন সরকার, উৎপল সরকার ও মাহমুদা আক্তার প্রমুখ। পিটিআই সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত বলেন, এমন মৃত্যু কাম্য নয়। তিনি রাজিব চৌধুরীর স্মৃতি ধরে রাখার উদ্যোগ গ্রহণের বিষয়ে কমিটি গঠন করবেন বলে আশ্বাস গ্রদান করেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে সুনামগঞ্জ পিটিআইয়ের সামনের সড়কে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় আহত হন শিক্ষক রাজীব চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। সিলেটের একটি হাসপাতালে ওই শিক্ষক শনিবার মারা যান।