যারা মুহাম্মদ (সা.) কে সর্বশেষ নবী মানেন না তারা কাফের
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৮:২৪:৩৯ অপরাহ্ন
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট কর্তৃক আয়োজিত খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিলে বক্তারা বলেছেন, নিশ্চয়ই ইসলাম মহান আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাসের অন্যতম হচ্ছে হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রিসালাত সম্পর্কে নির্ভেজাল বিশ্বাস স্থাপন করা। সে বিশ্বাসের চাহিদা হলো, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হিসেবে মেনে নেওয়া।
বুধবার দুপুর ২টা থেকে শুরু হওয়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিলেট জেলা সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, হাফিজ শরিফ উদ্দিন ও প্রচার সচিব হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর শায়খুল হাদীস আল্লামা আব্দুল হামিদ মধুপুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা মুফতি ইলিয়াস গুম্মান।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলন ও সীরাত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রশিদুর রহমান ফারুক বরুণা, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ফয়জ্ল্লুাহ আশরাফী, মাওলানা নূরুল আবছার আজহারী, মাওলানা খুবাইব আহমদ ও মাওলানা হাবিবুল্লাহ আরমানী প্রমুখ। মহাসম্মেলন থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা সৈয়দ সালিম কাসিমী।
উপস্থাপিত ১০ দফা দাবিতে উল্লেখ করা হয়- আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীরা মুসলমান নয়; বরং ভিন্ন ধর্মের অনুসারী। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয়স্থান ও পরিভাষা ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে নিয়মিত। আর কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ফৌজদারী দ-বিধি আইনের ২৯৫-২৯৮ ধারায় সংবিধান পরিপন্থী। সরকারের কর্তব্য হল, অনতিবিলম্বে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করা। তাই, এই মহাসম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল অস্বীকারকারী আহমদিয়া মুসলিম জামাত (ছদ্মনামধারী) তথা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি