মৌলভীবাজার কালেক্টরেট স্কুলে অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৮:২৮:১৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: জেলা প্রশাসন নিয়ন্ত্রিত মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জসীম উদ্দিন’র সভাপতিত্বে ও স্কুলের সহকারি শিক্ষক এহাসানা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসরাইল হোসেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা, অধ্যক্ষ মায়া ওয়াহেদ, অভিভাবক মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ।