বিয়ানীবাজারে ডায়াবেটিস দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৫:১৫:১২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিয়ানীবাজার ডায়াবেটিস এন্ড হরমোন সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: শিব্বির আহমদ সোহেল জানান, বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লক্ষাধিক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দিনদিন এর সংখ্যা বাড়ছে। ডায়াবেটিস চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যয়বহুল, ফলে নি¤œমধ্যবিত্ত রোগীরা চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে এটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তিনি বলেন, একজন ব্যক্তিকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতেই হবে।
র্যালীতে অংশগ্রহলকারী চিকিৎসকরা জানান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। উচ্চ ক্যালরি খাবার বেশি গ্রহণ হচ্ছে। যেমন বেশি পরিমাণে চর্বিজাতীয় খাবার, বেশি পরিমাণে ক্যালরিজাতীয় খাবারগুলো খাওয়া, ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এটা টাইপ-টু ডায়াবেটিসের ক্ষেত্রে। যাদের শারীরিক কার্যক্রম কম থাকে, নড়াচড়া কম, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক থাকে এবং মানসিক চাপ যাদের বেশি থাকে, তাদের সমস্যা হয়। মানসিক চাপ কমাতে হবে।