বড়লেখায় আ.লীগ নেতা বাবা ও ছাত্রলীগ নেতা ছেলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৬:১৭:৩০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ ও তার ছেলে তালিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইমন আহমদ উজ্জলকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ ২০১৩ সালের ইসলামী ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টা, মোটরসাইকেল পুড়ানো ও টাকা ছিনতাই ঘটনায় ৮ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিকের দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি। অপর দিকে তার ছেলে ছাত্রলীগ নেতা সাইমন আহমদ উজ্জল ২৫ আগস্ট জামায়াত নেতা লুৎফুর রহমানের দায়েরকৃত গাড়ি আটকিয়ে হামলা-ভাংচুর মামলার সন্ধিগ্ধ আসামি। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, সন্ধিগ্ধ আসামী হিসেবে ছাত্রলীগ নেতা সাইমন আহমদ উজ্জল (২৮) ও তার বাবা আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ (৫৮)-কে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।