কুলাউড়ায় ভূমি অফিসের ১৫ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৬:২৫:০১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন মিয়া নামের এক ব্যক্তি। বসতঘর নির্মাণ করে চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
শাহ জহুরুল হোসেন জানান, উপজেলা ভূমি অফিস সংলগ্ন ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন। বসতঘর নির্মাণের আগে তাকে সতর্কও করা হয়। কিন্তু তিনি তা উপেক্ষা করে বসতঘর নির্মাণ করেন। শুধু তাই নয়, বসতঘর নির্মাণ করে তিনি চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেন। জহুরুল হোসেন আরও জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করে ভূমি অফিসের রেকর্ডভুক্ত প্রায় ১৫ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।