ডায়াবেটিস প্রতিরোধে জরুরি সচেতনতা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৬:৪১:৩০ অপরাহ্ন
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বিশ্বে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক হারে বাড়ছে। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরও ভয়ংকর। সারা বিশ্বে প্রতি ১০ জনে ১ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমান বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্ত বয়স্ক (২০-৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি ৪ জনে ৩ জন ডায়াবেটিস রোগী নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত দেশে বসবাস করে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি ২ জনে ১ জন ব্যক্তি জানে না যে তার ডায়াবেটিস আছে। বাংলাদেশে প্রায় ২০ হাজারের বেশি শিশু ডায়াবেটিস আক্রান্ত যাদের গড় বয়স ১০-১২ বছর।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের জন্য প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ডায়াবেটিস-সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিীকার’ আর এর সারমর্ম হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তারা এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে বেশি জরুরি সচেতনতা। আর সে সচেতনতা বৃদ্ধিতেই এ দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার বিশ^ ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। সিলেট ডায়াবেটিক হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ।
সমিতির কার্যকরি কমিটির সদস্য কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, প্রতিদিনের অনিয়মিত খাওয়া-দাওয়া, মাত্রাতিরিক্ত ফাস্টফুড, চিনি, কার্বোহাইড্রেট খাওয়া- এ সবই কিন্তু বাড়িয়ে দেয় ডায়াবেটিসের আশংকা। প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য প্রদানকালে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম।
আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরি কমিটির সহ-সভাপতি ডা. মোঃ আলতাফুর রহমান, সদস্য নাজনীন হোসেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, নিহারেন্দু দাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ.কে.এম. জিয়াউল হক প্রমূখ। এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মো: মালেক খান।
এদিকে, বিশ^ ডায়াবেটিক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি