বড়লেখায় অটোরিকশা মোটসাইকেল সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৭:২৯:৪৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত মযনুল ইসলামের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ও সিএনজি যাত্রী ৩ ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্টোল পাম্পের সামনের রাস্তায়। নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্নি ইউনিয়নের গোডাউন বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। আহত হয়েছেন গঙ্গারজল গ্রামের আবুল কালাম। অন্য দুই জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে, দুবাই ফেরৎ ময়নুল ইসলাম অটোরিকশা (সিএনজি) যোগে বড়লেখা থেকে বিয়ানীবাজার যাচ্ছিলেন। চান্দগ্রাম বাজারের পেট্টোল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলাম ও আবুল কালামকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলাম মারা যান।
নিহত ময়নুল ইসলামের চাচা আলিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা ময়নুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি (তদন্ত) তাপস চন্দ্র রায় জানান, নিহতের লাশের ময়না তদন্তের জন্য তার পরিবারের সাথে যোগাযোগ চলছে।