গোয়াইন নদী থেকে বালু উত্তোলন বন্ধে সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৭:৫৯:২৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবসৃষ্ট ইজারাকৃত বালুমহাল লেঙ্গুড়ার গোয়াইন নদীর পূর্ব দক্ষিণ পাড়ে যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন বন্ধের দাবীতে পূর্নানগর গ্রামবাসী গোয়াইন সারী সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের বালু উত্তোলন বন্ধের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল পৌণে ১০টা থেকে দুপুর পৌণে ১২ টা পর্যন্ত গোয়াইন সারী সড়কের পূর্নানগরে সড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। এ সময় যানজটসহ ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীরা। খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি সাঈদুল ইসলাম, ওসি সরকার তোফায়েল আহমদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে বেলা সাড়ে ১১ টায় ইউএনও তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলন বন্ধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
এলাকাবাসী জানান, ইউএনও পরে সরেজমিন ঐ এলাকা পরিদর্শন করেন। গ্রামবাসীর অভিযোগ নবসৃষ্ট লেঙ্গুড়া বালু মহাল বিষয়ে তারা জানেন না। গত প্রায় দু মাস থেকে গোয়াইন সেতুর পূর্ব দক্ষিণ পার থেকে কৈখাল পর্যন্ত ৫০/৬০ ফুট পানির নীচ থেকে যান্ত্রিকভাবে মাটি বিটবালু উত্তোলিত হচ্ছে। ফলে নদীর পার, ফসলী জমি, কৈয়াখাল রাস্তা ভাঙছে, বিঘিœত হচ্ছে পরিবেশ। গ্রামবাসী জানান এ ব্যাপারে গত ২০ অক্টোবর প্রশাসন বরাবরে আবেদন করেও কোন ফল পাননি। তাদের দাবী নদী তীর, ফসলী জমি, রাস্তা, তীরবর্তী ঘরবাড়ি ও পরিবেশ রক্ষার স্বার্থে বালু উত্তোলন বন্ধসহ লেঙ্গুড়া বালু মহালের ইজারা বাতিলে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।