তুরাব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৯:০৪:৪৫ অপরাহ্ন
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে কর্মরত সাংবাদিকদের ৭ সংগঠন নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যার পর এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় অবিলম্বে শহীদ এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। দীর্ঘ দিন থেকে আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক মোহাম্মদ গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সাংবাদিক সাইফুর রহমান তালুকদার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য একরাম হোসেন ও আব্দুল খালিক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেট কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাব। বিজ্ঞপ্তি