সুনামগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৮:৩৬:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর ১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিত থাকার খবর শুনে কমিটিতে জুলাই- আগস্টের বাদ পড়া বিপ্লবী শিক্ষার্থীরা অভিযোগ জানাতে যান। এসময় বাদপড়াদের উপস্থিতি দেখে নবগঠিত কমিটির লোকজন হামলা চালায়। হামলায় উভয়পক্ষের ১০/১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা এসে দুইপক্ষের নেতৃবৃন্দকে নিয়ে পরিস্থিতি শান্ত রাখার জন্য বৈঠক করেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক নাসিম দুইপক্ষের শিক্ষার্থীদের নিবৃত্ত করেন। নবগঠিত কমিটির আহবায়ক ইমনদোজা ইমন জানান, জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ছিল। এসময় ওসমান গনির নেতৃত্বে শিক্ষার্থীরা এসে সভায় হামলা চালায়। হামলায় ইমন, সিয়াম, মুনাসহ কয়েকজন আহত হন। আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের বিষয়টি জানিয়েছি।
এদিকে, বাদপড়া ছাত্র প্রতিনিধি ওসমান গনি জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মামলা, হামলা ও জেল খেটেছি। অথচ আমাদের বাদ দিয়ে বিতর্কিত একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের অনেকেরই আন্দোলনে কোন ভুমিকা নাই। আমরা সেই বিষয়টি কেন্দ্রীয় সমন্বয়কদের জানাতে গিয়েছিলাম। শিল্পকলা একাডেমিতে আমাদের দেখামাত্রই তারা হামলা চালায়। হামলায় ওসমান, নিহাল, সায়মন, বায়েজিদ, ফাহিমসহ কয়েকজন আহত হয়েছেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।