বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে অসহায় রোগীদের সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৮:৩৮:৩০ অপরাহ্ন
রোগী কল্যাণ সমিতি বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর মাধ্যমে অসহায় রোগীকে সেবা ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল এডভাইজার ডাঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স হলে চিকিৎসা সহায়তা ও সেবা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভাইস-প্রেসিডেন্ট মাসুম হোসেন, রোগী কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার এবং রোগী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক অনুজ চক্রবর্ত্তী, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, রোগী কল্যাণ সমিতি’র দাতা সদস্য মোঃ মাহবুবুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ব্রাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপকমন্ডলী, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমেদ ফায়সালসহ সুবিধাভোগী রোগী এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি