বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৮:৩৯:৩৬ অপরাহ্ন
বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা বৃহস্পতিবার বিকেলে আনন্দ বাজার মাঠে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
লামাকাজি ইউনিয়ন স্বেচছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানা।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার। উপস্থিত ছিলেন লামাকাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, যুগ্ম সম্পাদক আশিক আলী, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির, রামপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ সত্তার, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জলাল উদ্দিন, সিলেট জেলা যুবদলের শ্রম বিষয়ক সহ সম্পাদক তাজ উদ্দিন আহমদ কিনু, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, বিশ্বনাথ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, সাঈদ আহমদ, আব্দুল মুমিন, সদস্য তাজেক আলী, রাজন খান, সামুল আলী, গোলাম আকবর, দেলওয়ার হোসেন, কবি এস.পি সেবু, জায়েদ আহমদ, আনোয়ার হোসেন, যুবদল নেতা দিলাল আহমদ, রহমত আলী মামুন প্রমুখ সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমীন। বিজ্ঞপ্তি