জৈন্তায় বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৮:৪১:০৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সআব্দুল হাকিম চৌধুরী।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সদরের ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপত আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সভাপতি এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস শুকুর, তাহির আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহাব উদ্দিন শিহাব চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আং হাসিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য নুর আহমদ, জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্যাহ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান প্রমূখ। বিজ্ঞপ্তি