ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটসের
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৮:৫৬:৫০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে যা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে। অবরুদ্ধ ছিটমহলে ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ককারী ত্রাণ গোষ্ঠী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনার পর ইসরায়েলের বিপক্ষে এটি সর্বশেষ মন্তব্য। প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিউম্যান রাইটস ওয়াচ দেখেছে যে জোরপূর্বক বাস্তুচ্যুতি ব্যাপকভাবে হয়েছে এবং প্রমাণগুলো দেখায় যে, এটি নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতির অংশ। এই ধরনের কাজগুরো মানবতার বিরুদ্ধেও অপরাধ।’
ইসরায়েলি সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আগে এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে তাদের বাহিনী আন্তর্জাতিক আইন মেনে কাজ করে।
সশস্ত্র সংঘাতের আইনে অধিকৃত অঞ্চল থেকে বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল গত বছর গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ছিটমহলের অনেক অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েল। হামলার কারণে ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগ কয়েকবার বাস্তুচ্যুত হয়েছে।