শেখঘাটে ফ্রিজ বিস্ফোরণে আহত ৬
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৯:১১:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শেখঘাট এলাকায় ফ্রিজ বিস্ফোরণে পথচারীসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানে ঘটনাটি ঘটে।
জানা যায়, জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন স্বাদ অ্যান্ড কোম্পানির দোকানের বাইরে থাকা দুটি ফ্রিজের বিস্ফোরণ হয়। এ সময় দোকানের কর্মচারী ইমন (১৮) নামে একজন আহত হন। বাকিরা পথচারী ও সিএনজি চালক। দোকানের সামনে থাকা একটি সিএনজিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আশপাশের কয়েকটি দোকানও বিকট শব্দের কারণে কাঁচ জাতীয় মালামাল ভেঙে গুঁড়ো হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।