কার পরামর্শে বশির-ফারুকীকে উপদেষ্টা করা হলো: মান্না
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪, ৯:৪৭:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে এই দুইজনকে (সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরওয়ার ফারুকী) কার পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে সেটি অর্ন্তবর্তাকালীন সরকারের কাছে জানতে চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাচাঁও আন্দোলনের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন। সংগঠনের সভাপতি একে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক, গণ অধিকার পরিষদ একাংশের নেতা ফারুক হাসান, রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মান্না বলেন, ‘সরকার ক্ষমতা নিয়ে এক ধরণের ছেলেখেলা করছে। কি রকম করে, কার বুদ্ধিতে এই দুজন মানুষকে নিলো? কিছু বলেন না। বিশেষ করে এই দুজন মানুষ কি করে উপদেষ্টা পরিষদে আসলেন? কার পছন্দ? কে তাদের নাম প্রথম বললেন? আমি জানতে চাই কার পরামর্শে এ দুজনকে নিয়োগ দেয়া হয়েছে? কি বিবেচনায়? আমাদের দেশে যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে সেটা কিভাবে হয়? একমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। তিনি যদি বলেন, এ আমার কেবিনেটে থাকবেন সে থাকবে, যদি বলেন এ থাকতে পারবে না সে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘এ সরকার কোন প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। যখন সবাই নির্বাচনের কথা বলছেন, তখন সেনাপতি বললেন, দেড় বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তখন কেউ তাকে প্রশ্ন করেনি। এরপরে আইন উপদেষ্টা বললেন, সংস্কার করে আগামী বছরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। এমনিতে এ সরকারকে আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দেখি। এখন পর্যন্ত কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবে? গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা করবে? একটা ভালো নির্বাচন কিরকম করে করবে, তা নিয়ে কোন সিদ্ধান্ত আমাদের দিতে পারেননি। সংস্কার শেষ হওয়ার জিনিস নয়। সংস্কার ও নির্বাচন এক সঙ্গে চলতে হবে।’