মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৫:৩৬:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহ.) সোসাইটির মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজে জেলার সব ক’টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী বিষয়ভিত্তিক পাঠ্যবই থেকে আড়াই ঘন্টাব্যাপী পরীক্ষা দেয়।
সংগঠনটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে সংগঠনের প্রায় শতাধিক সদস্য সহযোগিতায় অংশ নেন। পরে প্রতিযোগিতা দেখতে আসেন জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য এম নাসের রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।