জগন্নাথপুর-শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের প্রবাসী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৫:৫৫:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট-এর পক্ষ থেকে দুই প্রবাসী নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে ফোরামের অন্যতম সদস্য মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনের যুক্তরাষ্ট্র গমন ও ফোরামের সদস্য মহানগর ছাত্রদলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভুঁইয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ফোরামের আহবায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য সচিব ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল আহমদ, জগন্নাথপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, মহানগর যুবদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কমিটির সদস্য জুবেদ আমিরী, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এম. সুয়েব আহমদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, সোমায়েল আহমদ, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ রিপন, সাইরুল ইসলাম চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আহমাদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বক্স, মহানগর যুবদল নেতা নয়ন পাশা, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন, লিটু, দিপু ও কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি