কানাইঘাটে শিক্ষক স্মরণে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৬:০৩:৫৩ অপরাহ্ন
বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মো. মোহসিন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ২টায় কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের খালপার দারুস সুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক রায়হান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরদল এন.এম একাডেমির সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রয়াত শিক্ষক মো. মোহসিনের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেন্ডেন্ট মাওলানা হুসাইন আহমদ মতিন, বর্তমান সুপারিন্টেন্ডেন্ট মাওলানা সাদিক আহমদ, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার বদরুজ্জামান, সুরমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছয়ফুল আলম, মাওলানা হোসেইন আহমদ, খালপার গ্রামের মুরব্বী আব্দুল গণি, ফরিদ উদ্দীন বলু, ময়না মিয়া, ইন্তাজ আলী, মরহুম শিক্ষকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মতিউর রহমানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি