বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৬:৪৮:০০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বড়লেখা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক ওরফে সাহাব উদ্দিন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আহাদকে গ্রেফতার করেছে।
যুবলীগ নেতা ফারুক ওরফে সাহাব উদ্দিন ২০১৫ সালের ৫ জানুয়ারীর হত্যা চেষ্টা, বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গত ২৩ আগস্ট পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাপাদারের থানায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি। ফারুক উপজেলার বিওসি কেছরীগুল দক্ষিণ ডিমাই গ্রামের ফরিজ আলীর ছেলে। থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, যুবলীগ নেতা ফারুক ওরফে সাহাব উদ্দিন বড়লেখা থানার মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি। বৃহস্পতিবার রাতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে গ্রেফতার অপর আসামি আব্দুল আহাদসহ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।