সিলেট ওয়ায়েজীম পরিষদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৬:৫৪:০৭ অপরাহ্ন
সিলেট নগরীর ৮টি পয়েন্টে সিলেট ওয়ায়েজীম পরিষদের উদ্যোগে ইসলাহ মাহফিল নিয়ে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় মিলিত হন সিলেট মহাগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় ইমদাদ চৌধুরী বলেন, কওমী মাদ্রাসাকে ধ্বংস করতে বিগত আওয়ামী লীগ সরকার নানামুখি ষড়যন্ত্র করে। সেই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলা, আলেম উলামাদের উপর হামলাসহ ইসলাম বিরোধী নানা অপকর্মে লিপ্ত ছিলে ষড়যন্ত্রকারীরা। বিএনপির শাসনামলে গরুর চামড়ার দাম ছিলো অনেক, যা বিক্রয় করে কওমী মাদ্রাসাগুলোর চলার বড় একটি অর্থের যোগান হতে। কিন্তু সেই চামড়ার দাম এখন একেবারে কম। এ ধরনের নানামুখি ষড়যন্ত্র করেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। নগরীর ৮টি পয়েন্টে সিলেট ওয়ায়েজীম পরিষদের উদ্যোগে ইসলাহ মাহফিল অনুষ্ঠিত হবে জেনে আমরা আনন্দিত। এধরনের আয়োজন মানুষের মধ্যে ইসলামীক জাগরণ সৃষ্টি করবে এবং মানুষ উপকৃত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মনজুর রশীদ আমিনী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান জোহান, সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান আজাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক বাহা উদ্দিন বাহার, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সদস্য মাওলানা মারুফ আহমদ, মাওলানা শরীফ উদ্দিন ও রোমান হোসাইন। বিজ্ঞপ্তি