কামালবাজার ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৬:৫২:১৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইসহাক মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা কামালবাজারস্থ হাসিমী উদ্যান জামে মসজিদে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
কামালবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মাহফিলে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কুর পিতা মোঃ ইসহাক মিয়ার রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের নিহতের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাসিমী উদ্যান জামে মসজিদের ইমাম মাওলানা কারী ফখরুল ইসলাম।
মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, এনামুল হক মাক্কু, কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গুলজার আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ বশির আহমদ, সহ সভাপতি আব্দুল ওহাব, সেলিম মিয়া, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লব, আংব্দুস শাকুর শফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর মহিম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান সাহেদ, প্রচার সম্পাদক হিরন মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক ছমছু মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামসুদ্দিন শুভ, বিএনপি নেতা বাচ্চু মিয়া, মুজিবুর রহমান ও খছরু মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি