র্যাবের হাতে ২ যুবলীগ নেতা গেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৭:৫৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে বিগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলীর অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।শুক্রবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় গুলী-হামলার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।