২৮০ বস্তা চোরাই চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৮:১৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট থেকে ২৮০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর শাহপরান থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব চোরাই চিনিসহ আকবর মিয়া (৪২) নামের একজনকে আটক করা হয়। সে এসএমপির জালালাবাদ থানার আঙ্গারুয়া (পোরাবাড়ী) গ্রামের এলাইছ মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর শাহপরান থানাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় মুরাদপুরের দিকে আসা একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। ট্রাকটি পাথর বুঝাই করা ছিলো। পরে সন্দেহের বশে কিছু তল্লাশী করে পাথর সরাতেই পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এসময় আকবর মিয়াকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।