বায়ুদূষণে দিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৮:৪০:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাইমারি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির রাজধানী। প্রতিদিনই অবনতি হচ্ছে বাতাসের মান। এবার বাতাসের মান ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় সব প্রাইমারি স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।শুক্রবার (১৫ নভেম্বর) হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় শুক্রবার থেকে বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন। তবে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে।মূলত তাপমাত্রা হ্রাস, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের কম গতি, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন এবং ফসলের খড় পোড়ানোর কারণে শীতকালে দিল্লি এবং উত্তর ভারতের রাজ্যগুলো প্রতি বছর ধোঁয়াশার সম্মুখীন হয়ে থাকে।
দিল্লি এবং আশপাশের শহরগুলো ব্যাপক মাত্রায় দূষণের কবলে পড়েছে যেটাকে মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল।