গণহত্যায় জড়িতদের বিচার বাংলার মাটিতেই হবে : কাহের শামীম
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৮:৫০:৫৯ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা তার অবৈধ মসনদ ধরে রাখতে গণহত্যায় মেতে উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। গণতন্ত্রকে হত্যা করে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কিন্তু স্বৈরাচারী হাসিনাকে লজ্জাজনক পরিণতি বরণ করতে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদের নৃশংস হামলা ও বর্বরতা ইতিহাসের কলংকজনক অধ্যায়ের সুচনা করেছে। তাদের নৃশংসতা থেকে গোলাপগঞ্জও রেহাই পায়নি। ঐসময় শুধু গোলাপগঞ্জেই ৭ জন শহীদ হয়েছেন। এই হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবেই।
তিনি শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ছাত্র-আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলালের পরিচালনায় স্থানীয় সুনামপুর বাজারে অনুষ্ঠিত শোকসভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, উপজেলার সাবেক আহ্বায়ক ডা: আব্দুল গফুর, উপজেলা সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা সহ-সভাপতি কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন।
বক্তব্য রাখেন বিএনপি নেতা ফুরাদ আহমদ, এবাদুর রহমান এবাদ, ফখরুল ইসলাম, আব্দুল হাই, এম এ মালেক, শাহাব উদ্দিন, আবিদুর রহমান, আনোয়ার হোসেন ছয়ফুল, তাহের এনু, আজিজ খান, রেজাউল ইসলাম, কামিল আহমদ, আনোয়ার হোসেন, যুবদল নেতা শিপু আহমদ, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা জোনাক আহমদ, শাহান আহমদ, সুহেদ আহমদ, খাইরুল ইসলাম, সায়েল হোসেন ও সামি আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি