আমার সুনামগঞ্জ ডটকম’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৫:৫৯:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আমার সুনামগঞ্জ ডটকম” এর এক দশক পূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্পাদক সুহেল আলম এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এস.এম.এ ফয়সলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমেদ বখত, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসর সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল হাসান আতাহের, দৈনিক যায়যায়দিন সুনামগঞ্জ প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণ বাবু দাস, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক রাজু আহমদ রমজান, আমার সুনামগঞ্জ ডট কম’র স্টাফ রিপোর্টার মোঃ শুকর আলী, আব্দুল আলীম ইমতিয়াজ, শান্তিগঞ্জ প্রতিনিধি মান্নার মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি জামাল উদ্দিন বেলাল, দিরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, ধর্মপাশা প্রতিনিধি মহি উদ্দিন আরিফ, ছাতক প্রতিনিধি পাপলু মিয়া, আমিনুর রহমান পরান, তাওহীদ আলম মুয়াজ, জামিল আহমদ, ইলিয়াস হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, কয়েস আহমদ প্রমুখ।