বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৬:১২:১২ অপরাহ্ন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের দিনব্যাপী সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা শুক্রবার সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার লাইব্রেরী অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং সিলেট জেলা সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রফিকুল ইসলাম। এতে সিলেট বিভাগের অন্তর্ভূক্ত ২০ টিরও বেশি বেসিক সেক্টরের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভা থেকে অনতিবিলম্বে সকল বন্ধ কল-কারখানা চালু, রাষ্ট্রীয় মালিকানায় নতুন শিল্প-প্রতিষ্ঠান স্থাপন এবং বিগত স্বৈরাচারী সরকারের আমলে দলীয় তোষণনীতির ভিত্তিতে গঠিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিলসহ শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন ও অধ্যাদেশ বাতিল করে, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা, সভা-সমাবেশ-ধর্মঘট এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, অবিলম্বে এনটিসির বাগানসহ সকল চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি-রেশন পরিশোধ, হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা এবং অনতিবিলম্বে স্বৈরাচারী আওয়ামী সরকারের গঠিত মজুরি বোর্ড বাতিল করে যথাযথ শ্রমিক প্রতিনিধির উপস্থিতিতে মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় নি¤œতম মজুরি নির্ধারণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি