তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে জরিপ শুরু
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৬:৪৪:৪৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জরিপ কাজ সমাপ্ত করতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জনিয়েছে পাউবো।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট এর মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোহাম্মদ আবুল হাসেম, তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন প্রমুখ। মনির হোসেন জানান,অত্যাধুনিক প্রযুক্তিতে সার্ভে মেশিন আরটিকে ব্যবহার করে ১৪০ কিলোমিটারের মধ্যে ৪১ কিলোমিটারের জরিপের কাজ হয়েছে। চলতি নভেম্বর মাসের মধ্যেই জরিপ শেষ করে স্কীম প্রণয়ন করা সম্ভব হবে।