ছাতকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৬:৪৮:১৭ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক পৌর শহরের দোকান মালিক ও ২২ টি ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ছাতক শহরের মড়ল কমিউনিটি সেন্টারে ডা.আফছার উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় ঐক্যমতের ভিত্তিতে ১০ সদস্যের সার্চ কমিটির মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ এর নতুন কমিটি গঠন করা হয়।
সার্চ কমিটিতে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলু মিয়া চৌধুরী, সামছু মিয়া, আবুল হাসান, আব্দুস সাত্তার, মো. আজাদ মিয়া, আশরাফ ভুইয়া, আজমল মিয়া, অরুন দাস, রিয়াজ আহমদ রাজু আহমেদ, সমছুল হক। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা.আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, সহ সভাপতি শরীফ হোসেন সুরুজ,মাসুক মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদিক তালুকদার,কোষাধ্যক্ষ একলাছ খান। ১ বছর মেয়াদি ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সার্চ কমিটির সন্মানিত ১০ সদস্য।