দোয়ারায় নসকস মেধাবৃত্তি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৮:০৩:৩৩ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৩তম মেধাবৃত্তি পরীক্ষা শনিবার নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-মদিনা একাডেমি ও ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয়েছে। এতে ছাতক-দোয়ারা অঞ্চলের ৭০ টির ও বেশি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি কমিটির আহবায়ক ও নসকস সেক্রেটারি হোসাইন আহমদ ও তার দল আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান। পরীক্ষাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আল মদিনা একাডেমি, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় বৃত্তি পরীক্ষার আমেজে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ দেখা দেয়। দু’উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের আগমনে মুখরিত ছিলো পুরো এলাকা।
নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা আগামীতেও প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকবৃন্দ।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন নসকস উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার রফিক আহমদ, উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক হাফিজ বিল্লাল হোসাইন,সহকারী পরিচালক মেরাজুল ইসলাম শাহিন, উপদেষ্টা খলিলুর রহমান, সাবেক সভাপতি রফিকুর রহমান, সৌদি প্রবাসী সমুজ মিয়া, ইতালি প্রবাসী হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি ও সারপিন পাড়া- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি আবিদ রনি, সাবেক সেক্রেটারি হাসান আলী, সাবেক সেক্রেটারি এখলাসুর রহমান আবিদ, সিনিয়র সদস্য আলিমুর রহমান, নজরুল ইসলাম, মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, নসকস সদস্য ফখরুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম, ফয়জুল ইসলাম বকুল, ফখর উদ্দিন, রাগীব রাবেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই প্রমুখ।
পরীক্ষা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ফখর উদ্দিন, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফিয়া বেগম, ১নং কেন্দ্র সচিব ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, উপ-কেন্দ্র সচিব আজিজুর রহমান অলিল, ২নং কেন্দ্র সচিব জুয়েল ও উপকেন্দ্র সচিব ইয়াকুব আল হাসান আহমদ এবং ৩নং কেন্দ্র সচিব মাওলানা আব্দুল জব্বার ও উপ-কেন্দ্র সচিব আব্দুল আলিম।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠা বছরেই ১ম মেধাবৃত্তি পরিক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে (করোনাকালীন দুই বছর ছাড়া) ধারাবাহিকভাবে এ পর্যন্ত ৩৩ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হলো।