সুনামগঞ্জের লোকসংস্কৃতি দেশ বিদেশে সুনাম ছড়িয়েছে
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৮:১১:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। এই জেলায় অসংখ্য বাউল-সাধকদের জন্মধন্য। সুনামগঞ্জের লোকসংস্কৃতি দেশে-বিদেশে সুনাম ছড়িয়েছে। এ জেলার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র ৬৫বছর পূর্তিকে সামনে রেখে লাইব্রেরি মিলনায়তনে শনিবার সকালে আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও লাইব্রেরি’র সভাপতি ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও লাইব্রেরি’র সাধারণ সম্পাদক খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন, সুনামগঞ্জের প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ও লেখক ইকবাল কাগজী, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, লোকসংস্কৃতি গবেষক সুবাস উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, লেখক মুর্শেদ আলম, লাইব্রেরি’র কোষাধ্যক্ষ আবুল হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক সিদ্ধার্থ আচার্য।