ভারতের আগ্রাসী ভূমিকা আর চলবে না : হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৮:৩৬:০০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, স্বৈরাচারি হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন একদিনে তৈরি হয়নি। বিগত ১৫ বছরের লুটপাটের প্রতিবাদ জানাতে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ৫আগস্টের গণ বিপ্লবের মাধ্যমে এটি তৈরি হয়েছে। একটা সময় ছিল আওয়ামীলীগ এদেশের সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, সব নিয়ন্ত্রন করতো। আওয়ামীলীগ উন্নয়নের নামে লুটপাট করেছে। আর ভারত আমাদের উপর আগ্রাসি ভূমিকা চালিয়েছে। আগস্ট বিপ্লবের পর ভারতের আগ্রাসী ভূমিকা বাংলাদেশে আর চলবে না।
তিনি শনিবার বিকেলে ওসমীনগর উপজেলার তাজপুর কাশিকাপনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রুপ আব্দুল, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, বিএনপি নেতা মুক্তার আহমদ বকুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জুনাইদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদির লুনা বলেছেন, দেশনায়ক তারেক রহমার সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ প্রতিক্ষার ফল ছাত্র জনতার আন্দোলন ও বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আগামিতে তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।