বিপ্লবের ১০০ দিন পূর্তিতে আহত ও শহীদ পরিবারের পাশে সমন্বয়ক টীম
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৯:১৪:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের ১০০ দিন পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমন্বয়ক টীমের নেতৃবৃন্দ। শনিবার দিনভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। এর আগে শুক্রবারও তারা কয়েকজন শহীদের পরিবার এবং আহতদের খোঁজ নেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, শাবিপ্রবি সমন্বয়ক দেলোয়ার হাসান শিশির, সিলেট জেলা সমন্বয়ক আকতার হোসেন। এছাড়া অংশ নেন- আবদুল মুহাইমিন (সাদমান), জুনায়েদ আহনাফ, ফাহিমা আক্তার, আমিন উদ্দিন খান, সুলতান আহমেদ, পলাশ, আবদুর রহিম, শিব্বির আহমেদ ও সমন্বয়ক মালেকা খাতুন সারা। এছাড়াও এসময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গোলাপগঞ্জের আন্দোলনকারীরাও উপস্থিত ছিলেন। সমন্বয়ক দেলোয়ার হাসান শিশির আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ে সরকারের ভূমিকা এবং উপদেষ্টাগণের দায়িত্বপালনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।
তিনি বলেন, যদি উপদেষ্টাগণ আহত ও শহীদ পরিবারের যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তবে দায়িত্ব যথাযথ মানুষের কাছে হস্তান্তর করে অব্যাহতি নিন। এসময় তাদের পক্ষ থেকে ৩ দফা দাবী তুলে ধরে দেলোয়ার হাসান শিশির বলেন- ১. আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। ২. আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন। ৩. হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে সম্পন্ন করা।