লন্ডন হতে যাচ্ছে রাধারমণ লোক উৎসব
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৯:৩০:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের প্রয়াত বৈষ্ণবকবি শ্রী শ্রী রাধাররমণ দত্ত পূরকায়স্থ এর প্রয়াণ দিবসে প্রতি বছর রাধারমণ উৎসব হলেও এবার এখনো হয়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ৯ ও ১০ নভেম্বর ২ দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলা রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থানে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হতো। গত বছরও রাধারমণের ১০৮ তম প্রয়াণ দিবসে রাধারমণ উৎসব হয়েছে। এবার রাধারমণের ১০৯ তম দিবসে উৎসবের নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও উৎসব হচ্ছে না দেখে দেশ-বিদেশে থাকা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে-রাধারমণের জন্মস্থান জগন্নাথপুরে এবার রাধারমণ উৎসব না হলেও লন্ডন হতে যাচ্ছে রাধারমণ লোক উৎসব। আগামী ১৮ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের আইওন টিভির হলরুমে জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংস্কৃতিক প্রেমীদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ও রাধারমণ একাডেমি ইউকে এর যৌথ উদ্যোগে রাধারমণ লোক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাধারমণ একাডেমি ইউকে এর সভাপতি জুবায়ের আহমদ হামজা, সহ-সভাপতি মির্জা জুয়েল আমিন, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নাম-পদবী সহ পোষ্টারিং করা হয়েছে। রাধারমণ উৎসবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আকাশ মাহমুদ, কল্পনা কলি, ইনা খান, দুর্বা দেব, সৈয়দ হাসান প্রমূখ। রাধারমণ লোক উৎসবটি সরাসরি সম্প্রচার করবে আইওন টিভি।
অপরদিকে-ভেতরগত নানা সমস্যা ও জটিলতার কারণে এবার রাধারমণের জন্মস্থান জগন্নাথপুরে এখনো উৎসব হয়নি। আদৌ হবে কি না এ নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। জগন্নাথপুরের রাধারমণ ভক্ত সাংস্কৃতিক প্রেমিদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাধারমণ হচ্ছেন জগন্নাথপুরের ইতিহাসের অংশ। রাধারমণ উৎসব হচ্ছে জগন্নাথপুরের ঐতিহ্যের ধারাবাহিকতা। এবার বাৎসরিক নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও রাধারমণ উৎসব না হওয়ায় আমরা ব্যতীত হয়েছি। আমরা চাই রাধারমণ উৎসব হোক। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকুক। রাধারমণের ইতিহাস আগামী প্রজন্ম জানুক। রাধারমণ কোন ব্যক্তি নন, তিনি নিজেই এক ইতিহাস। এশিয়া মহাদেশের ধামাইল গানের জনক রাধারমণ দত্ত। বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে রাধারমনের পরিচিতি রয়েছে। রয়েছে রাধারমণের গানের ব্যাপক জনপ্রিয়তা। সেই ঐতিহাসিক ব্যক্তি বৈষ্ণবকবি শ্রী শ্রী রাধারমণ দত্ত পূরকায়স্থ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এ ইতিহাসটি আমরা জগন্নাথপুর বাসীকে বিশ্ব দরবারে গর্বিত করেছে।
এবার নির্ধারিত তারিখে কেন রাধারমণ উৎসব হয়নি এবং আদৌ হবে কি না এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সদস্য লিটন মিয়া, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তুতা মিয়া ও রিপন মিয়া সহ কমিটির নেতৃবৃন্দরা জানান, গত প্রায় ৩০ বছর ধরে আমরা নিয়মিত রাধারমণ উৎসব করে আসছি। এবার অনিবার্য কারণে উৎসব পালনে বিলম্ব হওয়ার জন্য আমরা দেশ/বিদেশে থাকা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। যদিও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আরো কিছুদিন বিলম্ব হতে পারে, তবে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা চাই।