কুলাউড়ায় শিক্ষক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৯:২৮:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্চতার জন্য ব্যাংকের মাধ্যমে লেনদেন, গাছ কাটার সঠিক নিয়ম অনুসরণ, বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাঠ পরিকল্পনা, ল্যাবরেটরি সঠিক ব্যবহার, কম্পিউটার ল্যাব ব্যবহারসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার সুপাররা।
সমাবেশে আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, দেশব্যাপী চলমান এইচপিভি টিকা ৫ম থেকে ৯ম শ্রেণির যেসব ছাত্রীরা এখনও পর্যন্ত গ্রহণ করেনি তাদেরকে আগামী ২১ নভেম্বরের মধ্যে কমিউনিটি ক্লিনিকে গিয়ে এ টিকা গ্রহণে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।