নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ৯:৩৮:১৩ অপরাহ্ন
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, সিলেট ট্যাকসেস বারের সাবেক সভাপতি এডভোকেট আবুল ফজল সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মনোনীত হওয়ায় তাঁর সম্মানে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেল এর কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মনুসর আলী খান এর সভাপতিত্বে এবং আমিনুজ্জামান জোয়াহির এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আবুল ফজল। বিজ্ঞপ্তি