ছাতকে বিএনপির কর্মী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৫:৪৩:২৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দীর্ঘ সংগ্রাম- লড়াইয়ের পর আজ দেশবাসী ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার নির্যাতন-নিপিড়ন থেকে রক্ষা পেয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের ফলেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তিনি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। শনিবার বিকেলে মৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নোয়ারাই ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোস্তাব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদারের যৌথ পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল হক নমু, আলতাফুর রহমান খছরু, আব্দুর রহমান, সামসুর রহমান সামছু, সামছুর রহমান বাবুল, হিফজুল বারী, শিমুল লায়েক শাহ, বাকি বিল্লাহ, সরাফত আলী, মোঃ ইমতিয়াজ আলী, মোশাররফ হোসেন, নুর মিয়া মেম্বার, খায়ের উদ্দিন, শফি উদ্দিন, আব্দুল কাইয়ুম, তানিমুল ইসলাম ও ফরিদ আহমদ।
বক্তব্য রাখেন- শফি উদ্দিন, ফখরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, আব্দুল করিম চন্দন, ফয়জুল আহমদ পাবেল, তারেক আহমদ, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, সৈয়দ মাহি, তোফায়েল খান রিপন, দিলোয়ার হোসেন ইমরান, এমরান আহমদ, আব্দুল বাকি মুহিত, এমরান হাসান, স্বাচ্ছা আবেদীন, ফখর উদ্দিন, সামসুর রহমান, নুর হোসেন, শরিফ উদ্দিন মাহিব, সাহেদ ইয়াসিন, মুহিবুল ইসলাম মামুন ও ফয়েজ উদ্দিন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমদ।