সিলেটে গণফোরামের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৫:৫৪:০৪ অপরাহ্ন
গণফোরাম প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী সভাপতি এডভোকেট জগলুল হায়দার আফ্রিক বলেছেন, দেশের জনগণ স্বপ্ন দেখছেন এক স্বাধীন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের। ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সিলেটসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।
গণফোরাম কেন্দ্রীয় কাউন্সিল সফলের লক্ষ্যে শনিবার সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা গণফোরাম এর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সভাপতি এডভোকেট আনসার খান।
গণফোরাম সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন ইয়াজদানী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম হোসেন আবাব, কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, কেন্দ্রীয় ছাত্র সদস্য আনোয়ার ইব্রাহিম, সিলেট মহানগর গণফোরাম সভাপতি এডভোকেট এমদাদুল হক, সহসভাপতি এভোকেট কানাই লাল দাশ, সিলেট জেলা গণফোরাম সহসভাপতি তরিকুল ইসলাম, গণফোরাম নেতা এডভোকেট মোঃ মুজিবুল হক, সিলেট জেলা গণফোরাম সদস্য এডভোকেট আব্দুল কাদের, এডভোকেট গোলাম আকবর, সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মতিউর রহমান, আবু জাফর শিহাব ও মতিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি