জগন্নাথপুরে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৬:৪৮:২৩ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুর উপর থেকে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রানীগঞ্জ সেতুতে এই ঘটনা ঘটে। নিহত সুজিত জগন্নাথপুর উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের গোপড়াপুর গ্রামের সোহাগ দাসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকাল ৪ টার দিকে নবীগঞ্জের সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান। রাত ৯ টার দিকে রাণীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্ত কর্তৃক সুজিত দাসকে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি, ঘটনার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।