উপশহরে দারুল আজহারের বিজ্ঞান মেলা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৬:৫৩:৪৭ অপরাহ্ন
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে মাদরাসার ৭ম বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে শাহজালাল উপশহর আই ব্লক মাঠে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় কোমলমতি শিক্ষার্থীদের তৈরীকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়। বিজ্ঞান মেলার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ সাজেদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের বাচ্চাদের মাঝে কেউ হবে ডাক্তার, কেউ হবে কৃষিবিদ, কেউ হবে আলেম, কেউ হবে ফিকাহবিদ। এই প্রত্যেকেই আল্লাহর হুকুম মেনে তার সন্তুষ্টি অর্জনের জন্য জনসেবায় নিয়োজিত হবে। আল্লাহ চান জ্ঞান-বিজ্ঞান, সৃষ্টির সেবা ও যোগ্যতা ও দক্ষতায় মুসলমানরা বিশ্বময় নেতৃত্ব দেবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শাহ আলম, ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ হাবীবুল্লাহ সেলিম, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সেক্রেটারি বদরুল আমীন হারুন, সিলকো হোমস প্রাঃ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা তাজুল ইসলাম হাসান, আজুমানে তালিমুল কুরআনের সেক্রেটারি জেনারেল মওলানা ইমদাদুল হক নোমানী, জামেয়া নজীবিয়ার প্রিন্সিপাল মাওলানা সালেহ নজীব আল আউয়ুবী, চান্দিনা থানা কওমী মাদরাসা শিক্ষা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ খান, মাওলানা আবুল কালাম জাকারিয়া, ই-ব্লক মসজিদের খতীব মাওলানা আসাদ বিন সিরাজ। এছাড়া মেলায় শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, আলেম, বিশিষ্ট ব্যক্তি ও তরুণ সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি