কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৭:২০:০৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কবির হোসেন। সে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
সিসিটিভির ফুটেজ দেখা যায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী আরেকটি ট্রাক বিপরীত দিক থেকে ক্রস করছিল। এসময় ভোলাগঞ্জগামী মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে ভোলাগঞ্জ থেকে আসা ট্রাকের মুখোমুখি হয়ে যায়। তখন মোটরসাইকেলের চালক ডানদিকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অন্য ২ আরোহী অক্ষত থাকেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।