সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়দের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৭:৩০:১১ অপরাহ্ন
সিলেটের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের আয়োজনে বিএফডব্লিউ গ্রান্ড সামার ওপেন র্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এ সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়গণ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় শনিবার সংবর্ধনা প্রদান করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের প্রারম্ভেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী বীর শহিদদের রুহের মাগফেরাত ও আহত ছাত্র-জনতার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় অচ্যুত ভট্টাচার্য্য অজিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সামাদ এবং বারাকা পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ ও সিলেটের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় শিব্বির আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রুনু আহমদ, কৃষ্ণপদ দে, লোকমান আহমদ, প্রদীপ সিংহ, মিনহাজ আহমদ, জুনায়েদ আহমদ রাসেল, হাসান ইমাম সোহেল, মঞ্জুর আল মামুন, শাহীন আহমদ সিদ্দিকী, আব্দুল করিম শামীম, শামীম আহমদ, জাহেদ আহমদ, ক্রীড়া সাংবাদিক ইউনুস চৌধুরী প্রমুখ। খেলোয়াড়দের পক্ষ হতে অনুভূতি প্রকাশ করেন ক্রীড়াবিদ রাহাতুল নাঈম ও ঐশি।
বিএফডব্লিউ গ্রান্ড সামার ওপেন র্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ (অনূর্ধ্ব-১৯) :
দ্বৈত চ্যাম্পিয়ন : মাসুদ আহমদ, দ্বৈত রানার-আপ : হিমাংশু সিনহা ও বিশাল শর্ম্মা
বিএফডব্লিউ গ্রান্ড সামার ওপেন র্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ :
দ্বৈত চ্যাম্পিয়ন : রাহাতুল নাঈম ও মিজানুর রহমান, দ্বৈত রানার-আপ : গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীর। বিজ্ঞপ্তি