বড়লেখায় জামায়াতের ইউনিয়ন সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৮:১২:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ। ইউনিয়ন সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল। বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত। পরে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে রবিউল ইসলাম সুহেলকে পুনরায় বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও হাফিজ জয়নাল আবেদীনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত ছিলেন।