জৈন্তায় গ্যাসের দাবীতে হাকিম চৌধুরীর স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৮:২৭:১৩ অপরাহ্ন
সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং হরিপুর গ্যাসক্ষেত্রে স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার বিকাল ৩ টায় ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ তেল ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
স্মারকলিপিতে আব্দুল হাকিম চৌধুরী উল্লেখ করেন- ১৯৫৭ সাল থেকে বৃহত্তর জৈন্তিয়া এলাকার প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। অথচ প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী দীর্ঘ ৬৭ বছর ধরে এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদের চাকুরীর সুবিধায় স্থান হয়নি।
স্মারকলিপিতে উপরোল্লিখিত ৪টি উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও স্থানীয়দের চাকুরিতে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তিনি। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন শিহাব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ।