ছাতক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৮:৩১:৩২ অপরাহ্ন
ছাতকবাসীর ঐক্যের বন্ধন অটুট রেখে এলাকার উন্নয়ন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত শনিবার সন্ধ্যায় ছাতক সমিতি সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি নাসিম হোসাইন এ আহবান জানান।
নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ছাতক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাসুম আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল হান্নান, উপদেষ্টা ও সাবেক সভাপতি আজমান আলী ও ইসলামী চিন্তাবিদ আব্দুস সালাম আল মাদানি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা খলিল আহমদ আব্বাসী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আলম, সহসভাপতি দবিরুল ইসলাম ও রকিবুল্লাহ, সমিতির প্রধান নির্বাচন কমিশনার রুহুল ফারুক, সাবেক সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সহসভাপতি এটিএম তারেক, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, হাফিজ মাসুদ আহমদ চৌধুরী, সৈয়দ মনসুর আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, এডভোকেট শংকর দেব, সহসাংগঠনিক সম্পাদক লিটন মিয়া ও এস এম সেফুল, এডভোকেট সায়েদুর রহমান, শফিক মিয়া, ডা. টিএম ইমরান, শফিক মিয়া, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট মো. আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি