চুনারুঘাটে ৩১৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৯:০৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫ হাজার ৬০০ কেজি চিনির চোরাচালানসহ ৩ জেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বাহুবল উপজেলায় রূপশংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাঁওয়ের মৃত খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়ারিদ গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)। এ সময় একটি চিনির ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, সীমান্ত দিয়ে ৩১৭ বস্তায় ১৫ হাজার ৬০০ কেজি ভারতীয় চুরি অবৈধভাবে চুনারুঘাটে নিয়ে আসে চোরাকারবারিরা। রাতে এগুলো ট্রাকে ভর্তি করে ওপরে বালু দিয়ে ঢেকে শায়েস্তাগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পুলিশ সদস্যরা দুর্গাপুর বাজারে ট্রাকটি আটক করেন। এ সময় লিটন মিয়া (৪০) ও আকবর মিয়া (৪২) নামে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও রহমত, আলী ও আশিককে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ৩ জন ও পলাতক দুইজনসহ মোট ৭ জনের নামে মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।