আগামী দুই বছর অর্থনীতিতে মুল্যস্ফীতিসহ ৩২ ঝুঁকি: সিপিডি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৯:১৪:০১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আগামী দুই বছর অর্থনীতিতে ৩২টি ঝুঁকি দেখছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর মধ্যে মূল্যস্ফীতিই প্রধান ঝুঁকি। অর্থনীতিতে বহুবিধ ঝুঁকির মধ্যে শীর্ষ ১০টির অন্যগুলো হলো- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব; যেমন- বন্যা, তাবদাহ, ঘূর্ণিঝড়, পরিবেশের প্রধান তিন উপাদান বায়ু, পানি ও মাটিদূষণ, অর্থনৈতিক মন্দা বা নিম্নগতি, বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগ-সুবিধার অভাব, দারিদ্র ও বৈষম্য বা আয় ও সম্পদে অসাম্য, অপরাধ ও অবৈধ আর্থিক কর্মকা-, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সরকারের ঋণ এবং ভূঅর্থনৈতিক দ্বন্দ্ব।
রোববার (১৭ নভেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার: অন্তর্বর্তী সরকারের অ্যাজেন্ডা’ শীর্ষক এক সংলাপে সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম এসব ঝুঁকি তুলে ধরেন।
সিপিডির গবেষণায় তুলে ধরা মোট ৩২টি ঝুঁকির অন্য ২২টি হলো- অপ্রতুল সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা, মানবাধিকারের অবক্ষয় ও নাগরিক স্বাধীনতা খর্ব হওয়া, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিস রোগের ব্যাপকতাসহ জনস্বাস্থ্যের অবনতি, মেধা ও শ্রম সংকট, জীববৈচিত্র্যের অবনতি, খাদ্য সরবরাহে কৃত্তিম সংকট, ভুল তথ্য ও অপপ্রচার বৃদ্ধি, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মন্দপ্রভাব, সাইবার বা অনলাইনে নিরাপত্তাহীনতা, সেন্সরশিপ ও নজরদারীর ব্যাপকতা, পানি সরবরাহে সংকট, ব্যক্তিগত ঋণের ব্যাপকতা, সম্পদের বাহুল্য ও বিস্ফোরণ (অ্যাসেট বাবল বার্স্ট), দেশের ভিতরে নাগরিক ধর্মঘট ও দাঙ্গা-হাঙ্গামা, সামাজিক সমাবর্তন বা মেরুকরণ, সশস্ত্র সংঘাত, বহিরাগত প্রযুক্তির মন্দ প্রভাব, কৌশলগত সম্পদ ও প্রযুক্তির সমাবেশ, আবহাওয়া বহির্ভূত প্রাকৃতিক দূর্যোগ যেমন- ভূমিকম্প, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলা-আক্রমণ, সংক্রামক ব্যাধি ও অনিচ্ছাকৃত অভিবাসন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলী শামীম এহসান এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।