বাংলাদেশ সফরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৯:২২:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে কিনা এই নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এসবের মাঝেই ট্রফি ট্যুরের দিনক্ষণ নির্ধারণ করে সমালোচিত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ব ভ্রমণ শুরু করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’।
ট্রফির সফর শুরু হলেও বর্তমানে ট্রফিটি ‘সম্ভাব্য’ আয়োজক দেশ পাকিস্তানেই অবস্থান করছে। সেখানেই থাকবে ২৪ নভেম্বর পর্যন্ত। এই ট্রফি নিয়েও উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের আপত্তিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মোজাফফরবাদে যাচ্ছে না ট্রফি।
ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও আসবে ট্রফিটি। আগামী ১০-১৩ ডিসেম্বর বাংলাদেশের ট্রফিটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে ট্রফিটি প্রদর্শনের কথা রয়েছে।
সবশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছিল গত বছর। যা ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সাধারণ মানুষের জন্য রাখা হয়েছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে।